গুলি খেতে রাজি, তবুও কৃষক আন্দোলন থেকে পিছে সরবো না, আন্দোলন চলবে: জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকাইত

নতুন গতি ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় ৩ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে প্রায় ২ মাস ধরে আন্দোলন চলছে। এবং কেন্দ্রর সাথে একবার এ নিয়ে আন্দোলনরত কৃষক নেতাদের সাথে বসেছে সমাধান করার জন্য, কিন্তু এখন ও কোনো সমাধান হয়নি। এর পরে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকদের ট্র‌্যাক্টর প্যারেডে হয়। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র‌্যাক্টর প্যারেডে দিল্লির পুলিশের যে রাস্তা রুট দেন, কৃষকরা তা লঙ্ঘন করে। এবং দিল্লি প্রায় হিংসাত্মক হয়ে উঠে। এর অভিযোগে দিল্লি পুলিশ প্রায়টিকাইত, দর্শন পাল, রাজিন্দর সিং, বলবীর সিং রাজেওয়াল, বুটা সিং বুর্জগিল, যোগেন্দ্র যাদব, মেধা পাটেকর এবং যোগিন্দর সিং উগ্রাহা সহ মোট ৩৭ জন কৃষক নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি এ বিষয়ে তদন্ত করছে।

    ভারতীয় কিষাণ সংগঠনের মুখপাত্র রাকেশ টিকাইত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গুলি খেতে রাজি, তবুও কৃষক আন্দোলন থেকে পিছে সরবো না, আন্দোলন চলবে, কোনও আত্মসমর্পণ হবে না। যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ সরকার গাজিপুর সীমান্তের প্রতিবাদের জায়গা খালি করার জন্য কৃষকদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। কিন্তু কৃষকেরা জানিয়ে দেন প্রয়োজনে সুপ্রিম কোর্ট এ যাবেন।