|
---|
নিজস্ব সংবাদদাতা : আল কুরআন একাডেমী লন্ডন এবং দি কুরআন স্টাডি সার্কেলে যৌথ উদ্যোগে বেনিয়াপুকুর আল-আমিন মিল্লি কলেজ ফর গার্লস ছাত্রী ও শিক্ষিকাদেরকে প্রায় ৩৫০ আরবি থেকে ইংরেজি,আরবি থেকে উর্দু এবং শুধুমাত্র ইংরেজি অনুবাদ পবিত্র কুরআন মাজীদ তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মোঃ শাহ আলম সাহেব, অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মোহাম্মদ রাকিব হক, মুস্তাফিজুর রহমান গুড হিউমান ফাউন্ডেশন এর সম্পাদক মাহমুদ রাফি সিদ্দিকী এবং আল আমিন গার্লস কলেজের প্রিন্সিপাল ও শিক্ষিকারা।মোহাম্মদ মোহাম্মদ রাকিব হক এই বিষয়ে বলেন, পবিত্র কোরআন মাজীদ সমস্ত মানুষের জন্য যে মানুষ এটা অর্থ সহ পড়ে অনুধাবন করবে সেই পথ নির্দেশনা পাবে এবং সাফল্য লাভ করবে।