কালিয়াচক কলেজে এয়ার ফর্সে নিয়োগ পাওয়ার ব্যাপারে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা : কালিয়াচক কলেজের প্রেক্ষাগৃহে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এয়ার ফর্সে এয়ারম্যান পদে যোগদানের জন্য কর্মশালা। কলেজের ক্যারিয়ার কাউন্সেলিং সেল এর পরিচালনায় এবং ইয়ারমেন সিলেকশন সেন্টার ব্যারাকপুর এর সহযোগিতায় অনুষ্ঠিত এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন এয়ার ফোর্সের রিক্রুটমেন্ট সেন্টার ব্যারাকপুর এর উইং কমান্ডার সুব্বা রাও, সার্জেন্ট ধীরেন্দ্র জোশি এবং কর্পোরাল মেঘ সিং। সভাপতিির ভাষণে কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবুর রহমান এয়ার ফোর্সে এয়ারমেন পদে রিক্রুটমেন্ট এর গুরুত্ব তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয় তার জন্য এই ধরনের প্রোগ্রাম কলেজে লাগাতার ভাবে অনুষ্ঠিত করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন সকল ছাত্র-ছাত্রীকে কর্মজীবনে প্রবেশের জন্য উন্নততর ক্যারিয়ার গঠনের জন্য উদ্বুদ্ধ করেন। এয়ার ফোর্সের রিক্রুটমেন্ট সেন্টার ব্যারাকপুর এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার সুব্বা রাও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টের মাধ্যমে কলেজের প্রজেক্টরে অগ্নিবীর চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার জন্য যোগ্যতা পরীক্ষা পদ্ধতি বিশদে বর্ণনা করেন এবং নিযুক্তি পাওয়ার ব্যাপারে দালাল সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি বলেন সাইন্স বা আর্টস বা কমার্স অথবা ভোকেশনাল যেকোনো কোর্সের হায়ার সেকেন্ডারি পাস ছাত্রছাত্রীরা একুশ বছর বয়স সীমার নিচে থাকলে এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এগ্রিগেটে ৫০ শতাংশ নম্বর তার সাথে সাথে ইংরেজিতে আলাদা করে ৫০ শতাংশ নাম্বার পেলে আবেদন করতে পারবে। পরীক্ষা শারীরিক পরীক্ষা মেডিকেল টেস্ট এডাপটিবিলিটি টেস্ট পাশ করে চাকরিতে নিযুক্ত হতে পারবে। এন সি সি এর ক্যাডেটগণ প্রাথমিক পরীক্ষাগুলোতে পাস করলে কিছু সুবিধা পাবে। অনুষ্ঠানটি পরিচালনায় নিযুক্ত ছিলেন বিজয়া মিশ্র, ডক্টর সুব্রত দাস, আমজাদ আলী, পুলক সাহা। শেষের দিকে প্রশ্ন উত্তর পর্বে ছাত্রছাত্রীরা প্রশ্ন করে বিষয়গুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করে। উইং কমান্ডার সুববা রাও গুরুত্ব সহকারে সব প্রশ্নের উত্তর দিয়ে ছাত্রছাত্রীদের নিযুক্তি পাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন।