মদ বিক্রি হয় পুলিশের পাহারায়, আবার সবজি নিয়ে বাজারে বসলে পুলিশই ফেলে দেয়।

নিজস্ব সংবাদদাতা : একই রাজ্যে একই পুলিশের দুটি চিত্র।

    কলকাতায় লাইন দিয়ে মদ বিক্রির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। সরকার থেকে বিশেষ ২২ টি দোকান চিহ্নিত করা হয়েছে মদ বিক্রির জন্য। সোমবার বিকেল বেলা তার জন্য মদের দোকান খোলা হলো।

    অন্যদিকে বুভুক্ষু মানুষ একটু আনাজ বিক্রি করতে যদি বাজারে আসে, পুলিশ এসে তার সবজির ঝুড়ি টান মেরে রাস্তায় ফেলে দিয়ে যায়।

    এই ছবি বারাসাতের।পাইওনিয়ার পার্ক।

    প্রশাসনে কি বলে?

    কি আর বলবে?

    পিছনে লাথি খেল পুলিশ ।আবার শান্তি মিছিল করতে হলো তাদেরই। টিকিয়াপাড়া কাণ্ডে অভিযুক্তের বাড়িতে নাকি ত্রাণ পৌঁছে দিয়েছে সেই পুলিশ ই।এমনটা অভিযোগ।। কারোর বাড়িতে গিয়ে ত্রাণ ও খাবার পৌঁছে দেয়,, আর কারোর মুখের গ্রাস কেড়ে নেয়। কারোর মদ যোগানে পাহারা দেয়।আর কেউ বাচ্চার দুধ নিতে বের হলে তাঁকে মেরে ক্ষতবিক্ষত করে। সত্য সেলুকাস, বিচিত্র এই প্রশাসন!!

    সংবাদ সৌজন্যে :বার্তা সাম্প্রতিক

    http://bartasamprotik.blogspot.com/2020/05/blog-post_25.html