|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাজনৈতিক হিংসা বাঁকুড়ায়। পার্টি অফিস করা হলো ভাঙচুর। গতকাল জয়ের পরই নির্দল প্রার্থী বিজয় আগরওয়াল মিছিল নিয়ে বেরিয়েছিল। সেই সময় তৃণমূলের কর্মীরা লাঠি নিয়ে চড়াও হয় মিছিলের ওপর। এমনকী সেই মিছিলের পেছন দিকে একটি টেম্পো গাড়িকে না কি উল্টে দেওয়া হয়।
ওই টেম্পোর মধ্যে মায়ের সাথে থাকা এক ৪ বছরের শিশু জখম হয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে। মারধর করা হয়েছে দুই নির্দল কর্মীকে। সেই বিজয়ী প্রার্থী ও তাঁর সমর্থকরাও জখম হয়েছে বলে দাবি করেছেন সদ্য জয়ী হওয়া নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল।