|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সময়ের ব্যবধান মাত্র ১০ মিনিট। তাতেই জমির একটি অংশের দাম বাড়ল ৯ গুণ! মিনিট দশেকের ব্যবধানে জমির একটি অংশের দাম ২ কোটি থেকে বেড়ে দাঁড়ায় সাড়ে ১৮ কোটি টাকা। রাম মন্দিরের জন্য কেনা জমি নিয়ে দুর্নীতির এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি। দাবি উঠেছে সিবিআই তদন্তের। যদিও যাবতীয় অভিযোগ খণ্ডন করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্ট।
রবিবার সাংবাদিক বৈঠকে সপা নেতা তেজনারায়ণ পাণ্ডে অভিযোগ করেন, গত ১৮ মার্চ সন্ধে ৭টা ১০-এ ২ কোটি টাকায় কেনা হয় ১২ হাজার ৮০ বর্গ মিটার জমি। ১০ মিনিট পর রাম জন্মভূমি ট্রাস্ট সেই জমি কেনে সাড়ে ১৮ কোটি টাকায়। একই অভিযোগ করেছেন আপ নেতা সঞ্জয় সিংহও। আমাদের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ এসেছে। অভিযোগ নিয়ে আমরা ভাবিত নই। গোটা বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাব। প্রতিক্রিয়া শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের মহাসচিব চম্পত রাইয়ের। যদিও এতে বিতর্ক থামার কোনও ইঙ্গিত নেই।
সাংবাদিক সম্মেলনে আপ ও সমাজবাদী পার্টির পক্ষ থেকে দাবি করা হয়, ২৪৩, ২৪৪ ও ২৪৬ নম্বর দিয়ে রেজিস্টার হওয়া জমির দাম ছিল ৫.৮৬ কোটি। কুসুম পাঠক ও হরিশ পাঠকের থেকে সুলতান আনসারি ও রবি মোহন তিওয়ারি ২ কোটি টাকায় জমিটি কিনেছিলেন। যখন জমিটি কেনা হয়েছিল, তখন সেখানে সাক্ষ্য হিসেবে হাজির ছিলেন অনিল মিশ্র ও ঋষিকেশ উপাধ্যায়। অনিল মিশ্র রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য। আর ঋষিকেশ উপাধ্যায় অযোধ্যার মেয়র। জমিটি কেনা হয়েছিল সন্ধে ৭ টা ১০ মিনিটে। আর যার কয়েক মিনিটের মধ্যে আনসারি ও তিওয়ারির থেকে ১৮.৮ কোটি টাকায় জমিটি কেনে রাম জন্মভূমি ট্রাস্ট। যে জন্য ১৭ কোটি টাকা আরটিজিএস করা হয়।
যে অভিযোগ সামনে আসার পর রাতের দিকে বিবৃতি জারি করে যাবতীয় অভিযোগ খণ্ডন করে রাম জন্মভূমি ট্রাস্ট।