|
---|
শিলিগুড়ি: ছাত্রের স্ত্রীকে শ্লীলতাহানির করার অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত শিক্ষককে। এই ঘটনাটা ঘটেছে শিলিগুড়ি পুরো নিগমের 44 নম্বর ওয়ার্ডে। ছাত্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক প্রবীর বর্মন কে গ্রেপ্তার করেছে। প্রবীর বাবু শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের বাংলা পড়ান। তিনি রবীন্দ্রনগর এর বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত শিলিগুড়ি পুরো নিগমের 44 নম্বর ওয়ার্ডের এক তরুণী ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে। তরুনীর কাছ থেকে জানতে পারা যায় তিন বছর আগে ওই এলাকায় এক যুবকের সঙ্গে তার বিবাহ হয়। ঘটনাচক্রে ওই যুবক প্রবীর বাবুর ছাত্র। বিয়ের পর থেকেই প্রবীর বাবুর তাদের সংসারের ব্যাপারে সর্বদা না মাথা ঘামাতেন। এমনকি ওই তরুণী অভিযোগ করেছে তার শাশুড়ির সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সম্প্রতি তার স্বামী ও শাশুড়ি আলাদা জায়গায় রয়েছে। এর পিছনে হাতে রয়েছে তার। এই নিয়ে ওই তরুণী থানায় অভিযোগ করে,কিন্তু সেই রকম কিছু ব্যবস্থা নেওয়া হয়নি।
উল্টে প্রবির বর্মন বেশ কিছু দিন আগে,বেশ কিছু লোকজন নিয়ে তার ও তার বোনের রাস্তা আটকে তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে। রীতিমত ভয় দেখানো হয় ওই তরুণীকে। এরপর এই তরুণী প্রধান নগর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তরুণীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। যদিও ওই শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করে, এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেছে।
এই প্রসঙ্গে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানিয়েছেন পরিচালন সমিতি কে সমস্ত ব্যাপার জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।