হত্যার অভিযোগ তুলে আন্দোলনের নামে থানায় বসে পিকনিক করল গ্রেপ্তার হওয়া বিজেপির নেতা কর্মীরা

নতুন গতি নিউজ ডেস্ক: খাসির মাংসের সঙ্গে গরম ভাত। মধ্যাহ্নভোজের এটাই ছিল মেনু। ভেনু জলপাইগুড়ি কোতোয়ালি থানা। লকডাউনে পালাপার্বনের প্রশ্ন নেই। আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপির  নেতাকর্মীদের জন্যই ছিল এই আয়োজন।সোমবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি মোবাইল ফোনের দোকানের সামনে উত্তর দিনাজপুরের হেমতাবাধের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

    তাঁকে খুন করা হয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার উত্তরবঙ্গে বনধের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বনধের সমর্থনে পথে নামেন বিজেপির কর্মী সমর্থকরা। জলপাইগুড়ি শহর ও লাগোয়া এলাকাতেও সকাল সকাল পথে নেমে দোকানপাট খোলায় ও যান চলাচলে বাধা দেন বিজেপি কর্মীরা। স্বাভাবিক জনজীবনে বাধা সৃষ্টির অভিযোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপির শতাধিক নেতা কর্মী।