|
---|
নিজস্ব সংবাদদাতা : হনুমানকে বলা হয় রাম ভক্ত। অনেকে হনুমান পুজো করেও থাকেন। হনুমান অনেকের কাছেই খুব প্রিয় একটি পশু আবার অনেকের কাছে ভয়ের। এরা সাধারণত গাছে গাছে চড়ে বেড়ায় নির্দিষ্ট কোন বাসস্থান হয়না এদের। তবে কিছু কিছু জায়গায় এদের তান্ডব বেড়েই চলেছে, কারণ খাদ্যের অভাব। বেশিরভাগ গাছপালা তেই এরা ফল শাকসবজি পাচ্ছে না। ফলে লোকালয়ে চলে এসে সাধারণ মানুষের থেকে খাবার ছিনিয়ে নেওয়ার সময় তান্ডব চালাচ্ছে। আর এই তাণ্ডবের ফলেই অনেক সময় সাধারণ মানুষ পড়ছে বিপদের মুখে। এমনকি কখনো কখনো প্রাণহানির খবর উঠে আসে। ঠিক তেমনই হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চটির মাঠ পালপাড়া এলাকায়। মৃত বৃদ্ধার নাম হরিমতি সাহা বয়স আনুমানিক ৭৫ বছর। জানা যায়, এইদিন সন্ধ্যা নাগাদ ওই বৃদ্ধা কোনো প্রয়োজনে ছাদে উঠে ছিলেন। এরপর অসাবধানতাবশত ছাদ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার দিন ওই এলাকায় একদল হনুমান তান্ডব চালাচ্ছিল। হনুমানের আতঙ্কেই ছাদ থেকে পড়ে করুন এই পরিনতি হতে পারে ওই বৃদ্ধার বলে প্রাথমিক ধারণা মৃতের পরিবারের সদস্যসহ এলাকাবাসীদের। স্বাভাবিকভাবেই বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।