গৃহবধূকে মাটিতে ফেলে মারধর প্রতিবেশীর, আহত অবস্থায় মহিলা বহরমপুরের হাসপাতালে

বহরমপুর: এক গৃহবধূকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছয় প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে তপনের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে বহরমপুর এর হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরে তপন এলাকার সাইদুর গ্রামে।

    ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ওই মহিলা বাড়িতে তার নাবালক শিশুর সঙ্গে একাই থাকতেন। তার স্বামী বাইরে শ্রমিকের কাজ করে।

    ঘটনার দিন ছয়জন প্রতিবেশী ওই মহিলাকে বাড়ির থেকে বের করে মাটিতে ফেলে বেধড়ক মারধর শুরু করে। মহিলা কাকুতি-মিনতি করলেও তার কথায় কেউ কান দেয়নি। এরপর তার তার নাবালক শিশুর চিৎকারে আশেপাশে প্রতিবেশীরা ছুটে আসে। তারাই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি কর ব্যবস্থা করে। ওই মহিলার ভাই স্থানীয় থানায় অভিযুক্তদের নামে ডায়েরি করেছে।