৫০০ টাকার বিনিময়ে মনোনয়ন পত্র তুলেছেন বিজেপি কর্মী, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

শিলিগুড়ি: বিজেপির প্রার্থী হতে চেয়ে আগাম মনোনয়ন পত্র তুললেন শিলিগুড়ির এক বিজেপি কর্মী। মঙ্গলবার সকালে মনোনয়ন পত্র তুললেন ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হনুমান প্রসাদ আগরওয়াল। যিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী। ইতিমধ্যেই বিষয়টি তিনি জানিয়েছেন দলীয় নেতৃত্বকে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

    ইতিমধ্যেই ঘোষনা হয়ে গিয়েছে শিলিগুড়ি পুর নির্বাচনের নির্ঘন্ট। সেই সঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে শিলিগুড়িতে মনোনয়ন পত্র তোলার কাজ। আর প্রথম দিনেই বিজেপির প্রার্থী হতে চেয়ে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন পত্র তুললেন শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হনুমান প্রসাদ আগরওয়াল। এদিন তিনি ৫০০ টাকার বিনিময়ে মনোনয়ন পত্র তুলেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন, তিনি দীর্ঘদিনের একনিষ্ট বিজেপি কর্মী। ২০১৫ সালেও তিনি চেয়েছিলেন ৪১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে। তার অভিযোগ সেই সময় বিজেপিতে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে জেলা নেতৃত্ব। এবছরও তিনি চান তাঁর নিজের ওয়ার্ড থেকেই বিজেপির টিকিটে লড়তে। নির্বাচনে প্রার্থী করার জন্য তিনি ইতিমধ্যেই আবেদন করেছে বিজেপির রাজ্য সম্পাদক শংকর ঘোষ, জেলা সভাপতি আনন্দময় বর্মণ ও বিধায়ক শিখা চ্যাটার্জীকে। তাদের তরফে কোন সদুত্তর না পেয়ে তিনি তুলে নিয়েছেন মনোনয়ন পত্র। যদি তাকে বিজেপি টিকিট না দেয় তাহলে নির্দল হয়েই লড়াই করবেন বলে জানিয়েছেন  হনুমান প্রসাদ আগরওয়াল।

    এই প্রসঙ্গে বিজেপির তরফে বলা হয়েছে, শিলিগুড়ি পুর নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হলেও এখনও প্রার্থী তালিকা ঘোষনা হয়নি। দল যাকে যোগ্য মনে করবে তাকেই প্রার্থী করা হবে। কেও যদি প্রার্থী তালকা ঘোষনার আগেই বিজেপির প্রার্থী হব বলে মনোনয়ন পত্র তুলে ফেলে তার দায় বিজেপির নয়।