রামপুরহাট অগ্নিকাণ্ড: শুনানি শেষে একগুচ্ছ নির্দেশ আদালতের

কলকাতা: রামপুরহাট অগ্নিকাণ্ড মামলায় শুনানি শেষে একগুচ্ছ নির্দেশ দিয়েছে আদালত।

    এদিন পর্যবেক্ষণে বিচারপতিরা জানান, ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্যকে প্রথমে রিপোর্ট পেশের সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটকে রিপোর্ট দিতে হবে আদালতে। এই ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতেই এই রিপোর্ট তলব করল আদালত। বৃহস্পতিবার দুপুর দু’টোর মধ্যে আদালতে জমা করতে হবে রিপোর্ট। কেস ডায়েরি নিয়ে কোর্টে হাজির হতে হবে তদন্তকারী আধিকারিককে।

    এদিন হাই কোর্ট আরো বলেছে, বগটুই গ্রামের ঘটনাস্থলে সিসিটিভি বসাতে হবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে তা আদালতে জমা করতে হবে। পাশাপাশি, কেন্দ্রীয় ফরেনসিক দলকে ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত তথ্য প্রমাণ উদ্ধার করে পরীক্ষায় পাঠাতে হবে।

    গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। হাই কোর্টের নির্দেশ, পূর্ব বর্ধমান জেলা জজের সঙ্গে আলোচনা করে রাজ্য পুলিশের ডিজি ও আইজিকে অবিলম্বে সাক্ষীদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে।