|
---|
নিজস্ব প্রতিবেদক:- পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুরাতন হাট গ্রামে বিধায়ক অপূর্ব চৌধুরীর উপস্থিতিতে মহা ধুমধামে অনুষ্ঠিত হলো মঙ্গলচন্ডীর পুজো। অজয় নদের ধারে শতাধিক বছর ধরে রয়েছে এই মঙ্গলচন্ডীর মন্দির। দোল পূর্ণিমা উপলক্ষ্যে এই সময় প্রতি বছরই পুজো হয়ে থাকে মা মঙ্গলচন্ডীর। কয়েক হাজার মানুষ আসেন পুজো উপলক্ষ্যে। এবছরও প্রায় ৪০ হাজার মানুষ ভিড় করেছিলেন এখানে। এদিন বিধায়ক ছাড়াও ছিলেন মঙ্গলকোটের আই. সি পিন্টু মুখার্জি, পূর্তের কর্মদক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মদক্ষ মাহেবুব চৌধুরী ও মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার। এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একদিনের মেলা বসে গ্রামে।এছাড়াও বাউল গানের আসর বসে মন্দির চত্বরে। মঙ্গলকোট থানার পুলিশের নজরদারি থাকে চোখে পড়ার মতো।পুজো কমিটির সদস্য বিশ্বজিৎ মণ্ডল বলেন, একেবারে দামোদর নদের ধারে এই মঙ্গলচন্ডীর মন্দির। ফলে মন্দির নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই পুলিশ প্রশাসন এই মন্দির সরানোর ব্যবস্থা করছে। এনিয়ে কথাও হয়েছে। তিনি বলেন, এদিন দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন মঙ্গলচন্ডীর পুজো দিতে। খিচুড়ি ভোগ খেয়েছেন বহু মানুষ। দীর্ঘদিন করোনার জেরে বন্ধ ছিল এই মঙ্গলচন্ডী পুজো। দীর্ঘ দু বছর পর ফের মঙ্গলকোটের পুরাতন হাটে হল মা মঙ্গলচন্ডীর পুজো। এবছর ফের পুজো শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।