|
---|
দেবজিৎ মুখার্জি: ফের চোখ রাঙাচ্ছে দেশের কোভিড পরিস্থিতি। এই বিষয় বুধবার সামগ্রিক পরিস্থিতি বুঝতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একটি টুইটে তিনি জানান, ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে।
উল্লেখ্য, জুনে ফের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।