|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আজও রুশ বাহিনীর বাধায় মারিয়ুপোল থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা যায়নি। এই আবহে ফের গোলাবর্ষণ মারিয়ুপোলের আজ়ভস্টল কারখানায়।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিকাইলো পোডোলিয়াক বলেন, ‘‘রাশিয়া যা-ই বলুক, ওরা আজ়ভস্টল ইস্পাত কারখানাটিকে সম্পূর্ণ ভাবে ঘিরে রেখে টানা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বোমার হাত থেকে বাঁচতে কারখানার নীচে বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন সেনাবাহিনী ও সাধারণ মানুষ। তাঁরা এখনও আটকে রয়েছেন। রুশ বাহিনী তাঁদের উপরে হামলা চালিয়েই যাচ্ছে। কে যেন নির্দেশ দিয়েছিল, হামলা না চালাতে…!’’
তিনি আরো বলেন “রুশ ফেডারেশনের অন্তত তাদের বেঁচে থাকা মান-সম্মানের কথা ভাবা উচিত। ইফতারে কথা মাথায় রেখে এসব বন্ধ করা উচিত। সাধারণ মানুষকে উদ্ধারে আমরা সমঝোতা করতেও রাজি।”
রাশিয়ার পক্ষ থেকে অবশ্য এর কোনও সদুত্তর মেলেনি।
উল্লেখ্য, গত পরশু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, মারিয়ুপোল ‘স্বাধীন’ ও তাঁর বাহিনীর দখলে চলে এসেছে। আজ়ভস্টল কারখানা থেকে বেরনোর সব পথ বন্ধ করে দিয়ে, হামলা না চালানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন।