|
---|
শিলিগুড়ি: স্পেশাল অপারেশন দলের অভিযানে উদ্ধার প্রাচীন মূর্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায়।
চা বাগানের ভিতরে প্রাচীন মূর্তি পাচারের সময় গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন দল। বাগডোগরা থানার পুলিশের সহযোগিতায় চা বাগানের ভেতরে কেনা বেচার সময় অভিযানটি চালানো হয়। অভিযানে উদ্ধার হয় একটি প্রাচীন মূর্তি। যার আনুমানিক বাজার মূল্য ছয় কোটি টাকা।
ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল মহম্মদ ইসমাইল ওরফে বাপ্পা। সে রাজগঞ্জের ভুন্দারুগছের বাসিন্দা। আরেক জনের নাম অরুপ মন্ডল। তার বাড়ি হলদিবাড়িতে। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। পাশাপাশি মূর্তিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।