|
---|
নিজস্ব সংবাদদাতা,গোয়ালতোড় : বৃহস্পতিবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (ABTA) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত গোয়ালতোড় আঞ্চলিক শাখার বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গোয়ালতোড় শহরে। সমিতির পতাকা উত্তোলনের পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি ভোগীরথ লোহার। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন আঞ্চলিক শাখার সম্পাদক শ্যামল ঘোষ ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ কাঞ্চন বিষই।সভায় উপস্থিত ছিলেন এবিটিএ-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক বিপদতারণ ঘোষ, সদর মহকুমার সম্পাদক জগন্নাথ খান ও মহকুমা নেতৃত্ব সুরেশ পড়িয়া প্রমুখ।
এদিনের এই সভাতে এলাকার ১৮ টি বিদ্যালয় থেকে প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী প্রতিনিধি উপস্থিত ছিলেন।