বর্ধমানের গোদায় তথ্য যাচাই শিবির

সংবাদদাতা :পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর উদ্যোগে তথ্য যাচাই শিবির খোলা হয়েছে। ভুলে ভরা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড নিয়ে মানুষ যখন এন আর সি আতঙ্কে দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন। তখন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা কাঞ্চন কাজীর উদ্যোগে মানুষ স্বস্তি লাভ করছেন। বিশিষ্ট সমাজসেবী এই নেতা নিজেও অনেকটা সময় দিয়ে আতঙ্কিত মানুষকে আশ্বস্ত করছেন। বেশ কয়েকটি ডেক্সে কাজ হচ্ছে। ব্যাপক মানুষের ভিড় সামলাতে রয়েছে দলীয় স্বেচ্ছাসেবক বাহিনী।দল-মত নির্বিশেষে প্রত্যেকে কাঞ্চন কাজীর প্রশংসায় পঞ্চমুখ। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, দিদির অনুপ্রেরণায় মানুষের কষ্ট লাঘবে এই ভেরিফিকেশন ক্যাম্প করা হয়েছে। মানুষের কষ্ট লাঘবেই আমাদের সাফল্য নির্ভর করে। শিবিরে সরকারী সুযোগ সুবিধা সম্পর্কেও মানুষ অনেক সঠিক তথ্য জানতে পারছেন। কাঞ্চন কাজীর নামে ধন্য ধন্য করছেন সমস্যা থেকে উদ্ধার পাওয়া মানুষ।