|
---|
নিজস্ব , মেদিনীপুর:পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর গ্রামীণের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসায় (উঃ মাঃ) অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।দু’দিন ধরে চলতে থাকা এই প্রতিযোগিতায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল ১১ টায় এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ নুর আলম। বয়সভিত্তিক ১২ টি ইভেন্টে মোট ৩৪৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
প্রথম দিনের প্রথম অর্ধে ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা, দ্বিতীয় অর্ধে হাই জাম্প,লং জাম্প, শর্ট পাট ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হয়। দ্বিতীয় দিনের প্রথম অর্ধে ডিসকাস থ্রো ও জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতা হয়। মাদ্রাসার ক্রীড়া শিক্ষক রুহুল আমিন মল্লিক সমগ্র ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। সহযোগিতায় ছিলেন- শিক্ষক ইয়াকুব আলি, মির্জা আজিবুর রহমান, চিত্ততোষ পৈড়া, অলকেশ অট্ট, সুজয় মন্ডল, আশীষ চাউল্যা, সৈকত প্রধান, মিরাজুল হক, রাজিব হোসেন খান। প্রত্যেক ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী নির্বাচনের দায়িত্বে ছিলেন সেখ আপসারুল হোসেন, তমাল খাটুয়া, নরসিংহ দাস, দীপেশ দে, ইয়াদুল হক, চন্ডীচরন রাউৎ। দ্বিতীয় দিনের দ্বিতীয়ার্ধে সকল ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান শিক্ষক বলেন,প্রত্যেক ইভেন্টের প্রথম স্থানাধীকারী ছাত্র ছাত্রীগণ জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।