আবারো জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে এক প্রসূতি মায়ের মৃত্যু

  1. আব্দুস সামাদ, জঙ্গিপুর: আবারো জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে এক প্রসূতি মায়ের মৃত্যু ঘটলো ডাক্তারের চিকিৎসার গাফিলতিতে। এই নিয়ে চাঞ্চল্য গোটা জঙ্গিপুর ঘিরে। এবং শোকের ছায়া নেমে এসেছে জঙ্গিপুরের মানুষের মধ্যে। বারংবার এই ধরণের মৃত্যুর সাক্ষী থাকছেন জঙ্গিপুরবাসী। আস্থা হারাচ্ছেন রুগী সহ রুগীর পরিজনেরা। তিনারা বলছেন আমরা অসুস্থ হলে সুস্থ হতে হসপিটালে আসি, সুস্থর জায়গায় ডাক্তারের, নার্সের খিস্তি শুনতে হয় রুগী সহ রুগীর পরিজনদের। এই ধরণের ব্যাবহার আমরা ডাক্তারের কাছে আসা করি না। আজকের ঘটনা অতি মর্মান্তিক ঘটনা। প্রসূতি মৃতের নাম মিনার বিবি বাড়ি সুতি থানার হারুয়া অঞ্চলে। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ গতকাল সকালে ভর্তি করিয়েছিলাম এই গর্ভবতীকে সন্তান প্রসবের জন্য। কিন্তু ভর্তির করার কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রসূতির মহিলার সাথে থাকা অভিভাবক ডাক্তারকে ডাকার অনুরোধ জানান নার্সদের কাছে। কিনতু তিনার কথার কোনো গুরুত্ব দেয়নি নার্সরা। এবং খুব দুর্ব্যবহার করেন নার্সরা সেই অভিভাবকের সাথে। আস্তে আস্তে সময় যতই যেতে থাকে ততোই প্রসূতির শারীরিক অবনতি ঘটতে তুবু ডাক্তারের দেখা মেলেনি বলে জানান পরিবারের লোকজন। এছাড়াও বলেন ডাক্তার এবং নার্সের এই অবহেলার কারণেই আজ সকালে চির বিদায় নিতে হলো মিনারা বিবিকে। তার ফলেই জঙ্গিপুর হসপিটালের সামনে প্রতিবাদে গর্জে উঠে মৃতের পরিজনের