|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : এ্যকশনএইড ও কুলতলি ব্লকের যৌথ উদ্যোগে গত শনিবার জাতীয় শিশু শ্রম বিরোধী দিবস পালিত হল। এই কর্মসূচি ৫ই মে পর্যন্ত কুলতলির সমূহ গ্রাম পঞ্চায়েত এলাকায় চলবে। আজ মৈপিঠ কোস্টাল থানা এলাকায় এই কর্মসূচি উদযাপিত হলো। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মৈপিঠ কোস্টাল থানার ওসি মধুসূদন পাল ও তার টিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সংস্কৃতি দপ্তর এর পথনাটক ও গীতি আলেখ্য টিম একশন কো-অর্ডিনেটর বাদল মাইতি, জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের অন্বেষা কাউন্সিলর সুপর্ণা কণ্ঠা এছাড়া মৈপিঠ বৈকন্ঠপুর ও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের কিশোর কিশোরীর দল এই অনুষ্ঠানটি শুরু হয় মৈপিঠ কোস্টাল থানা থেকে ভুবনেশ্বরী স্কুল হয়ে নকুলের মোড় পরে হুকাহারানিয়া বাজার পর্যন্ত শেষ হয়।