আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইন্দাসে

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়ার ইন্দাস ব্লকের সুপার মার্কেট সংলগ্ন প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারি বিকালে “পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,”এর উদ্যোগে এবং ইন্দাস থানা কমিটির ব্যবস্থাপনা ও পরিচালনায় “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হলো। অনুষ্ঠান উপলক্ষ্যে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা- জ্ঞাপন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি
জেলা সম্পাদক স্নেহাশিস রায়,বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষক বিদ্যুৎকুমার সিংহ এবং আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিত দলুই,লেখক সেখ ইসরাইল,কবি ও বাচিক শিল্পী অরুণ শিকদার,নাট্যকার ও লেখক ভাগ্যধর ঘোষ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন থানা কমিটির স্থায়ী সভাপতি বলরাম বন্দ্যোপাধ্যায়,সঞ্চালনা করেন আনন্দ কুমার পণ্ডিত।এছাড়াও ছিলেন অভিজিত সরকার ও অদ্বয় দত্ত প্রমুখ। বিশিষ্ট জনেরা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১৯৫২ সালে পূর্বতন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এ ভাষা আন্দোলনের শহীদ আব্দুস সালাম, বরকত, রফিক ও আব্দুল জব্বার প্রমুখদের প্রতি নৃত্যানুষ্ঠান ও গানের মাধ্যমেও শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।বিশেষ আকর্ষণ ছিল ইন্দাসের (তথা বাংলার) গর্ব আমরুল অঞ্চলের মৌরাই গ্রামের তরুণী ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহনকারীনী কেয়া পালের উপস্থিতি।তিনি কিছু যোগ ব্যায়াম সহ বক্তব্যও রাখেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন থানা কমিটির সম্পাদক শিবপ্রসাদ চৌধুরী।বহু জ্ঞানী গুণী ব্যক্তি ছাড়াও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।