|
---|
কলকাতা: সিবিআই হাজিরার দিনই এসএসকেএম হাসপাতালে উডবার্ন ব্লকের ২১১ নম্বর কেবিনে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গঠন করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল টিম। আপাতত চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পৌঁছে তিনি তাঁর চিনার পার্কের বাড়িতে রাত কাটান। মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন খোদ তৃণমূল নেতার আইনজীবী। বুধবার সকালে মিনিট দশেক আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। কথা বলার পর সেখান থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি।