“নতুন মাদ্রাসাগুলি সরকারি সাহায্য পাবেনা” সিদ্ধান্ত যোগী সরকারের

দেবজিৎ মুখার্জি: “নতুন মাদ্রাসাগুলিকে সরকারি অনুদান দেওয়া হবে না” এমনই এক প্রস্তাবে একমত হল যোগী মন্ত্রী পরিষদ। জানা গিয়েছে, মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

    বিগত অর্থবর্ষে, যোগী সরকার ৪৭৯ কোটি টাকা বাজেট ধার্য করে মাদ্রাসাগুলির আধুনিকীকরণের জন্য এবং ঠিক হয় রাজ্যের ১৬ হাজার সরকারি নথিভুক্ত মাদ্রাসাকে অনুদান দেওয়া হবে। সোমবার যোগী সরকার সিদ্ধান্ত নিল, নতুন মাদ্রাসাগুলি সরকারি সাহায্য পাবেনা।

    উল্লেখ্য, মাদ্রাাসাগুলির জন্য সরকারি অনুদানের প্রক্রিয়া চালু করেছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।