|
---|
দেবজিৎ মুখার্জি, বীরভূম: অবশেষে ১৭ দিনের মাথায় এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। তবে এখনো সুস্থ নন তিনি। আপাতত আপাতত কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
তাঁর করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। সূত্রের খবর, একটি আর্টারিতে ৭০% ও অন্যটিতে ৬০% ব্লক রয়েছে তাঁর। চার সপ্তাহ রেস্টে থাকার পর আবারও তাঁকে আসতে হবে এসএসকেএম হাসপাতালে। এই চার সপ্তাহের মধ্যে মায়োকার্ডিয়াল পার্ফিউসন ইমেজিং নামে একটি পরীক্ষা করাতে হবে অনুব্রত মণ্ডলকে। যদিও এই পরীক্ষাটি এসএসকেএম হাসপাতালে হয়না। হৃৎপিন্ডের রক্ত প্রবাহ কেমন রয়েছে, হৃৎপিন্ডের মাংসপেশী ঠিকমত কাজ করছে কিনা, তা বোঝার জন্যই পরীক্ষাটি জরুরি।