দিলীপ ঘোষ: সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তা বুঝিয়ে দিচ্ছে নির্বাচন হতে পারে না

নতুন গতি নিউজ ডেস্ক: এখনই উপনির্বাচন চায় না বিজেপি। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,’সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তা বুঝিয়ে দিচ্ছে নির্বাচন হতে পারে না। নইলে পুরসভার ভোট হত। বিয়েবাড়িতে ৫০০ লোক খাওয়ানোর ইচ্ছা আছে অথচ ৫০-র বেশি অনুমতি নেই। স্কুল-কলেজ, লোকাল ট্রেন বন্ধ। লোকের উপার্জন নেই। তাহলে কীভাবে নির্বাচন হবে? পরিবেশই নেই।’

    এ দিন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে রাজ্যের কোভিড-পরিসংখ্যান তুলে ধরেছেন তৃণমূল সাংসদরা। তাঁরা দাবি করেছেন, সাত বিধানসভা কেন্দ্রে কোভিড সংক্রমণ নিম্নগামী। দ্রুত ভোট করানো হোক। তবে তৃণমূলের তথ্যে ভরসা করছেন না দিলীপ। বিজেপির রাজ্য সভাপতির কথায়,’গতবার কোভিড সংক্রমণের সংখ্যা লুকিয়ে রাখা হয়েছিল। উপনির্বাচন করার জন্য সংখ্যা কমিয়ে দেখাচ্ছে না তো? তাহলে কেন লোকাল ট্রেন চলছে না। কেন পুরভোট হচ্ছে না? এ তো পরস্পরবিরোধী। আগে স্বাভাবিক হোক পরিস্থিতি। তারপর নির্বাচন।’

    সাংবিধানিক শর্ত মেনে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে মমতাকে। সে কথা মনে করিয়ে দিলীপ বলেন,’কাউকে মুখ্যমন্ত্রী থাকতে হবে সেজন্য নির্বাচন করে বাকিদের জীবন ঝুঁকিতে ফেলাকে সমর্থন করি না। আমরা উপনির্বাচন চাই না। উপযুক্ত পরিবেশ নেই।’

    উপভোট না করার জন্য আট দফা কারণ ব্যাখ্যা করে কেন্দ্রীয় নেতৃত্বকে বুধবার চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। এনিয়ে দিলীপ বলেন,’আমাদের কেন্দ্রীয় কমিটি উত্তর দেবে।’