পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দপ্তরে চিঠি পাঠাল সিবিআই

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শাসক দল তৃণমূল কে চাপে ফেলতে নতুন চাল সিবিআইয়ের। এবার সরাসরি তিন নেতা, মন্ত্রীর – পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডল – সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দপ্তরে চিঠি পাঠাল সিবিআই।

    উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর নাম জুড়িয়েছে SSC দুর্নীতিতে ও অনুব্রত মণ্ডলের নাম জুড়িয়েছে গরু পাচার মামলায়। বাঙ্গলার শাসকদল তৃণমূলের নেতা-মন্ত্রীর উপর এখন কড়া নজর সিবিআইয়ের। রাজ্যে লাগাতার আসা-যাওয়া লেগে রয়েছে এই কেন্দ্রীয় সংস্থার। মাঝেমধ্যেই হাজিরার জন্য ডেকে পাঠানো হচ্ছে শাসকদলের নেতা-মন্ত্রীদের। এরপরের ছক কি? কিভাবে এই লাগাতার হস্তক্ষেপ সামাল দেবে শাসকদল? তা জানা যাবে সময়ের সাথে।