|
---|
নিজস্ব সংবাদদাতা : ৩০শে অক্টোবর,শনিবার, আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসন ও নাবাবিয়া মিশন এর যৌথ উদ্যোগে আরামবাগ হসপিটাল মোড় নেতাজি স্কোয়ারে খাদ্য সামগ্রী বিতরণ হল। উপস্থিত ছিলেন আরামবাগের এস ডি পি ও মাননীয় অভিষেক মন্ডল মহাশয় আরামবাগ থানার আইসি মাননীয় বরুণ কুমার মহাশয় ও অন্যান্য অফিসার এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শফিকুল আলম শেখ মোহাম্মদ ইসমাইল যুনাইদুল হক চৌধুরী সৈয়দ আলী রেজা মুজিবুর রহমান হোসেন আলী আব্দুস শুকুর প্রদীপ সিংহ রায় সহ বিশিষ্টজনেরা এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, নাবাবিয়া মিশনে সাধারণ সম্পাদক আকবর সাহেব সাথে ছিলেন শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়া ও মেডিকেল পাঠরত ছাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী এছাড়াও শিক্ষা কর্মীবৃন্দ আরামবাগ শহরের বুকে সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে প্রশাসনের পূর্ণ সহযোগিতা নিয়ে অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই মঞ্চে ছাত্রছাত্রীরা বক্তব্য কবিতা আবৃত্তি পাঠ করে এসডিপিও সাহেব নাবাবিয়া মিশনে সাফল্য ও সমাজসেবার ভূয়শী প্রশংসা করেন দীর্ঘক্ষন বক্তব্য এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত ছিলেন এছাড়াও আইসিসি ২০০১ সালে যখন নবাবিয়া মিশন এর উদ্বোধন হয় ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত খানাকুল থানার ওসি ছিলেন, দারুদ গঠনের দিনে উপস্থিত ছিলেন আজকে মিশনের শ্রীবৃদ্ধি দেখে এত খুশি এবং উনি চাইছেন আরো বেশি সাফল্য হোক যেহেতু ভিত্তিস্থাপনের দিনে আমি মান্নানের প্রত্যন্ত গ্রামের মানচিত্র দেখেছিলাম আজকে সেখানে নবাবিয়া মিশন শহর গড়ে তুলেছে মিশন কে কেন্দ্র করে মিশন সংলগ্ন ১০৪ পাকা বাড়ি তৈরি হয়েছে খুব দ্রুত আরামবাগে ডব্লিউবিসিএস এবং নিচের কোচিং এর উদ্বোধন হবে ভিত্তিস্থাপন হবে মায়ের মত প্রত্যন্ত গ্রামে দুইশো পঞ্চাশের উর্ধে ডাক্তার-ইঞ্জিনিয়ার ডব্লিউবিসিএস সাব-ইন্সপেক্টর রাজ্য রাজ্যের বাইরে এবং পৃথিবীর বারোটা দেশে প্রতিষ্ঠিত এছাড়াও এবারে মাধ্যমিকে দশের মধ্যে তিনজন গতবছর উচ্চমাধ্যমিকের ২৪ শিক্ষক মহাশয়দের নিবেদিতপ্রাণ এর প্রশংসা করেন বিশেষ কাজের জন্য অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হতে পারেননি আরামবাগের মহকুমাশাসক মাননীয়া হাসিন জাহিরা রিজভী তিনি কিন্তু ব্যস্ততার মধ্যেও ভুলেননি সরাসরি অনুষ্ঠান এরপরে সম্পাদক মহাশয়ের সঙ্গে আধ ঘন্টা কথা বললেন এবং আরামবাগে ডব্লিউ বিসিএস এর জন্য ছাত্র-ছাত্রীদের যতোটুকু মোটিভেশন করা যায় হেল্প করা যায়নি করবেন এবং কালকের অনুষ্ঠানের ভুসি প্রশংসা করেন গতকালকের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন জিডি চ্যারিটেবল সোসাইটির কর্ণধার আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেব, গঞ্জ চ্যারিটেবল সোসাইটি, ফজলুর রহমান চ্যারিটেবল সোসাইটি, রুস্তম হাজী চ্যারিটেবল সোসাইটি সহ বিশিষ্টজনেরা, প্যাকেটের মধ্যে ছিল ১০কেজি চাল ৫ কেজি ডাল দু কেজি সয়াবিন ১ কেজি সুজি ১ কেজি সরিষার তেল পস্তু মাক্স স্যানিটাইজার, সম্পাদক মহাশয় আরামবাগ নিমতলার সমস্ত সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি বললেন আমরা দোয়া করছি না দোয়ার মালিক স্রষ্ঠা আমরা শুধুমাত্র উপলক্ষ, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মহান স্রষ্টার কাছে মানব জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।