আরামবাগে বটলিং প্ল্যান্ট অক্সিজেন শিলান্যাস

আজহারউদ্দিন : কভিড মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে বলে জানান এর পাশাপাশি তৃতীয় ঢেউ আসার আগে আরামবাগ পুরসভার উদোগে বটলিং প্ল্যান্ট অক্সিজেন শিলান্যাস আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস হয়। এদিন সামাজিক দুরত্ব বজায় রেখে আরামবাগের অক্সিজেন বটলিং প্লান্ট এর শিলান্যাস অনুষ্ঠান উদ্বোধন করলেন আরামবাগ লোকসভা সাংসদ অপরুপা পদ্দার,এছাড়া ও উপস্থিত ছিলেন মহাকুমা শাসক নৃপেন্দ্র সিং,প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরসভার স্বপন নন্দী, এস ডি পি ও অভিষেক মন্ডল, সহ অন্যান্য আধিকারিক সহ বিশিষ্টজনেরা। আরামবাগ পল্লীশীর হেলিপ্যাড জায়গায় অক্সিজেন বটলিং প্ল্যান্ট হওয়ার ফলে আরামবাগ শহর ছাড়াও পাশ্ববর্তী এলাকার মানুষ উপকৃত হবে। স্বপন নন্দী বলেন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র নির্দেশে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে অক্সিজেন বটলিং প্ল্যান্ট হওয়ার ফলে আরামবাগ প্রচুর মানুষ উপকৃত হবে।কারন মহামারী সময় অক্সিজেন নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী প্রচুর টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়েছে আরামবাগ শহর হওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এই পরিষেবা পাবে বলে জানান আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী।