|
---|
নিজস্ব সংবাদদাতা :পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধার মালদহে। রতুয়া থানার নুরপুর সেতু এলাকায় অস্ত্রসহ ধৃত যুবক। উদ্ধার দুটি পাইপ গান এবং তিন রাউন্ড গুলি। ধৃত রূপকুমার মাহাতো মালদহের ভুতনির রাজকুমারটোলা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয় ওই যুবককে। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ধৃত যুবককে আজ আদালতে তুলবে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে।