|
---|
কলকাতা: দক্ষিণ কলিকাতা অনুশীলন সমিতি, চারুকলা ও আর্টিস্টস ক্যানভাস শিল্প পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এক শিল্প কর্মশালায় গুণী শিল্পীদের অঙ্কন আখড়ায় মানুষের মনের ঘরে স্থান করে নিলেন যেসব শিল্পীরা তারই খন্ডচিত্র।
সকল শিল্পীর অঙ্কন শিল্পই শিল্পপ্রেমী মানুষের মনে ধরেছে। প্রতিবেশী পাড়া থেকেও অনেক শুভকামনা ও শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে।
অনেকেই গতকাল কর্মশালার অঙ্কন ক্রয় করেছেন এবং নিজেদের ঘরসজ্জার জন্য ফরমাশ করছেন।
কর্মশালায় উপস্থিত হয়েছিলেন দক্ষিণ কলকাতার মাননীয়া সাংসদ তথা কলকাতা পৌরসভার চেয়ারপার্সন ও ৮৮নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতি মালা রায় মহাশয়া ও বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন বিধায়ক শ্রী নির্বেদ রায় মহাশয়।
সহযোগিতা করেছেন দুই বুটিক শিল্পের কান্ডারী ‘ সাজাবো যতনে’ কর্ণধার শ্রীমতি ভবানী দাস ও তুলিকাস ক্রিয়েশনের প্রতিনিধি শ্রীমতি সুকন্যা রাহা।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কলিকাতা অনুশীলন সমিতির সভাপতি শ্রী শ্যামল সরকার ও সম্পাদক শ্রী অভিজিৎ বোস, চারুকলা কর্ণধার রাজদীপ দাস, আর্টিস্ট ক্যানভাসের সৃষ্টিকর্তা সুমন্ত ভৌমিক।
অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন শ্রীমতি মালা রায় ও শিক্ষাবিদ নির্বেদ রায়। ওনারা এই অনুষ্ঠাটিকে সবের মাঝে ব্যতিক্রমী আখ্যা দেন ও আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন…