|
---|
নিজস্ব প্রতিবেদক:-অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। চিকিৎসকরা জানিয়েছেন বিধায়কের গলায় টিউমার হয়েছে, টিউমারটি ক্রমশ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা আরও জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল বেলায় মদন মিত্রের গলায় অস্ত্রোপচার হবে।প্রসঙ্গত মঙ্গলবার রাতে অসুস্থ মদন মিত্র এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার আগে তিনি জানিয়েছেন হয়তো তার ভোকাল কর্ডে সমস্যা হচ্ছে। চিৎকার করতে গেলে অদ্ভুত আওয়াজ হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মদন মিত্র।