গোসাবায় ডায়াবেটিস সচেতনতা সপ্তাহ পালন

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ১৪ই নভেম্বর থেকে শুরু হয়েছে ডায়াবেটিস সচেতনতা সপ্তাহ চলবে আগামী ২০ই নভেম্বর পর্যন্ত। সেই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “ডে” এর ব্যাবস্থাপনায় ও গোসাবা গ্ৰামীন হাসপাতালের সহায়তায় আজ সুন্দরবনের প্রান্তিক দ্বীপ ছোট মোল্লা খালীতে কোভিড বিধি মেনে পালিত হলো ডায়াবেটিস সচেতনতা সপ্তাহের এই বিশেষ দিনটি। এদিন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও কলকাতার বিশেষজ্ঞ ডায়াবেটিস এডুকেটরদের তত্ত্বাবধানে স্থানীয় প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস আক্রান্ত মানুষদের বিনামূল্যে রক্তে সুগারের মাত্রা নিরীক্ষণ, ডায়াবেটিস নিয়ে সচেতনতা শিবির ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার পক্ষে ইন্দ্রজিৎ মজুমদার বলেন এই প্রত্যন্ত এলাকার অনেকেই এখনও ডায়াবেটিস সম্পর্কে উদাসীন,তাই বিগত বছর গুলির ন্যায় এবছর ও আমরা এ সম্পর্কে সুন্দরবনের দ্বীপে এই কর্মসূচি সম্পাদন করে চলেছি।