পাহাড়ে যেন বনধ চলছে, রাস্তাঘাট ফাঁকা, উত্তপ্ত পাহাড়ে থাকতে চাইছেন না পর্যটকরা

নিজস্ব সংবাদদাতা:পাহাড়ের রাস্তাগুলি ক্রমশ ফাঁকা হয়ে পড়ছে, সেই রকম ভিড় আর চোখে পড়ছে না পর্যটকদের। বনধ ব্যতীত এই অবস্থা আগে পাহাড়ে হয়নি। গত দুই সপ্তাহ ধরে সমতলের সাথে পাল্লা দিয়ে পাহাড়ের তাপমাত্রা বেড়েছে। পাহাড়ে রোদের জোরালো তেজ পর্যটকদের পছন্দ হচ্ছে না, সেই কারণেই ব্যাগ গুছিয়ে অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কালিংপং এর বিভিন্ন এলাকাতে রীতিমতো ফ্যান চালাতে হচ্ছে। একের পর এক পাহাড়ে হোটেলের বুকিংগুলি বাতিল হচ্ছে। স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ পর্যটন ব্যবসায়ীরা। ধর্মকর ছাড়া এরকম দৃশ্য সচরাচর পাহাড়ে দেখা যায় না।

    বেশ কিছুদিন ধরেই পাহাড়ের তাপমাত্রা সমতলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে, তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা কে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে, তবে প্রখর রৌদ্রে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা কে দেখতে আর পর্যটকদের ভালো লাগছে না, সেই কারণে ব্যাগ বেডিং গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পর্যটকরা।