|
---|
তনয় মিশ্র, মোথাবাড়ি: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে গোটা মালদা জেলা জুড়ে চলছে রক্তের চরম সংকট। রক্তের এই সঙ্কট নিরসনে এগিয়ে এলো ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের কালিয়াচক ২ নম্বর শাখা।
স্থানীয় ছাত্র পরিষদ ও রেড ভলেন্টিয়ার সহযোগিতায় আজ মোথাবাড়ির চৌরঙ্গী মোড়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে মোট ১০৪ জন বামপন্থী রক্তদাতা রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক কমরেড অরূপ পোদ্দার , DYFI কালিয়াচক দুই লোকাল কমিটির সম্পাদক আসরাউল হক , ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভাপতি লোকাল কমিটি মেহবুব হোসেন, সি পি এম পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডল সদস্য নইমুদ্দিন শেখ, এরিয়া কমিটির সম্পাদক স্বপন কুমার ঘোষ সহ আরো অনেকে। ভারতীয় যুব ফেডারেশন এই কালিয়া ২ নম্বর ব্লক সম্পাদক আসরাউল হক জানান ,” এই রক্তদান শিবির কে কেন্দ্র করে বামপন্থী যুবকর্মীদের চরম উৎসাহ লক্ষ্য করা গেছে । রেকর্ড সংখ্যক প্রায় শতাধিক বামপন্থী কর্মী আজ রক্ত দিতে এগিয়ে এসেছে। করনার সময় থেকে যেভাবে আমাদের ব্লকের রেড ভলেন্টিয়ার স্থানীয় মানুষের পাশে ছিল তা বলার অপেক্ষা রাখে না। আজ ১০৪ জন বামপন্থী যুব কর্মী রক্ত দিয়েছে। আরো বহু কর্মী রক্ত দেওয়ার জন্য উপস্থিত ছিল কিন্তু সময়ের অভাবে তা নেওয়া যায়নি।”