|
---|
মালদা: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে।
ইংলিশ বাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল রাবিব শেখ, বাপি মন্ডল, তাসিরুল শেখ এবং অবিনাশ রাই। কালিয়াচক এবং ইংলিশ বাজার থানা এলাকায় বাড়ি ধৃতদের। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা।