|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:লকডাউন মানুষের দুর্দশার শেষ নেই! এরমধ্যে ফের বেড়েছে লকডাউন! শুরু হয়েছে রমযান মাসও! ফলে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন ওই দুঃস্থ মানুষেরা! সরকারি রেশন তাদের মিলছে! কিন্তু তা দিয়ে দীর্ঘ লকডাউনে দুবেলা খাবার জোটানো সম্ভব হচ্ছে না! তাদের অনেকেরই অবশ্য পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা! আর তা দিয়েই কোনও রকমে দিন কাটছে তাদের!
রবিবার যেমন তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা ইনতাজ হোসেন! চাঁচল-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ইনতাজ হোসেন! রবিবার অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের মাস্তিপাড়া এলাকায় দুঃস্থদের হাতে ত্রান তুলে দিয়েওছেন তিনি! এদিন ১৫০জন দুঃস্থ মানুষের হাতে চাল, ডাল, পেয়াজ, সর্ষের তেল দেওয়া হয়েছে বলে সূত্রের খবর!