মন্ত্রী দিলীপ মণ্ডলের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন আবদ্ধ করতে ঐতিহ্যবাহী রাস উৎসবের শুভ উদ্বোধন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- বাঙালি এবং বাংলার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হলো রাস মেলা। আর এই রাস উৎসবকে ঘিরে গ্রামবাংলায় প্রত্যেকটি পরিবার মেতে ওঠে উৎসবের আমেজে। বাংলা এবং বাঙ্গালির রীতি রেওয়াজ মূলত বিশেষ করে গ্রামবাংলায় এই সময় টিকে ঘিরে উৎসবের আবহ বিশেষ ভাবে চোখে পড়ে। তবে এই সমাজে এই রাস উৎসব পালন করেন ভিন্ন রীতিতে। সেই রীতিকে বেষ্টন করে বাংলা এবং বাঙ্গালির ঘরে ঘরে পালিত হলো এই উৎসব।পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার ঐতিহ্যবাহী গোয়ানারা গোবিন্দপুর রাধামাধব রাস উৎসবের শুভ উদ্বোধন হয়।

    উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল,রামনগর থানার আই সি ধীরাজ কয়াল, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক, জেলা পরিষদের সদস্যা ডলি কয়াল, শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল,অরিন্দম ঘোষ,রফিক মোল্লা সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের মতো এবছরও গোবিন্দপুর রাধামাধব রাস উৎসব অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই বছরের বেশি সকল মানুষ ঘরবন্দী অবস্থায় ছিল,তাই এলাকার সর্বসাধারণ মানুষের মধ্যে অনন্দ দিতে এই মেলার আয়োজন করা হয়। এখানে নিত্য প্রয়োজনীয় ও খেলনার দোকানের পাশাপাশি বাংলার সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরতে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দির বাজার রামবাটি গোপাল নগরের সুনাম ধন্য ঐতিহ্যবাহী অটোমেটিক মডেল ঘর তুলে ধরা হয় এই মেলাতে।রাধামাধব রাস উৎসবকে কেন্দ্র করে ১২দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে দুর দুরন্ত থেকে সর্বধর্ম নির্বিশেষে সকল মানুষের আগমে এক সম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন ঘটে।