গলসিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত পঞ্চায়েত সমিতি সদস্যা

আজিজুর রহমান,গলসি : ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল গলসি ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির এক সদস্যার। মৃতার সদস্যার নাম হাসিনা বেগম সেখ। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি গলসি ১ নং ব্লকের সুন্দলপুর গ্রামের বাসিন্দা। হাসপাতাল সুত্রে জানা গেছে, তিনি ৩০ শে নভেম্বর হালকা জ্বর ও পেটে ব্যাথা নিয়ে স্থানীয় আদরাহাটী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। সেখানে চিকিৎসার পর জ্বর কমে যায়। ওই দিনই বাড়ি ফিরলে রাতেই আবার জ্বরে আক্রান্ত হন তিনি। এরপরই রাতেই তাকে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষার পরই ডেঙ্গু ধরা পরে। তারপরই শুরু হয় চিকিৎসা। বুধবার সাড়ে নটার সময় ওই হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ওইদিন সমবেদনা জানাতে তার বাড়িতে যান গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, কর্মাধক্ষ্যা ফরিদা ইয়াসমিন, শিড়রাই গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ আব্দুস সামাদ। জেলা তৃণমূলের সহসভাপতি জাকির হোসেন। তাছাড়াও মৃতার আত্মার শান্তি কামনার পাশাপাশি তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন গলসির বিধায়ক নেপাল ঘরুই ও জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি। এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রনব রায় বলেন, ‘আমাদের ধারাবাহিক প্রচারে অন্য জায়গার থেকে আমাদের জেলায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে। তবুও আরও সচেতন হতে হবে আমাদের। গলসি ১ পঞ্চায়েত সমিতির সদস্যা হাসিনা বেগমের মতন আর কেউ যেন ডেঙ্গিতে মারা না যান সে চেষ্টাই আমাদের সবাইকে করতে হবে। একমাত্র সচেতনাই আমাদের এই আক্রমন থেকে ঠেকাতে পারে।’