|
---|
নিজস্ব সংবাদদাতা: বিরিয়ানির বাজার দর কম করে রেস্তোরাতে ১০০ টাকা, সেখানে শিলিগুড়িতে এক টাকায় পাওয়া যাচ্ছে বিরিয়ানি। তাও ভেজ নয়, পুরো ননভেজ বিরিয়ানি। ইউনিক ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ শিলিগুড়িতে এক টাকার মাধ্যমে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত মোট ১৮ টি জায়গায় এই ১ টাকায় বিরিয়ানি খাওয়ানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। দুঃস্থ মানুষদের কথা ভেবে অভিনব উদ্যোগ নেওয়া।
সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বিনামূল্যে খাওয়ানো হলে অনেকের মনে খুঁতখুত থেকে যায়। তাই এক টাকার মাধ্যমে খাওয়ানো হচ্ছে বিরিয়ানি, নির্ধারিত মূল্য দিয়ে বিরিয়ানি মহানন্দে খাচ্ছেন শহরের আমজনতা। বিশেষ দিন গুলিতে অনেকেই ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে অর্থ সাহায্য করে থাকেন। সেই অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও খাওয়ানো হয়েছে এক টাকার বিরিয়ানি।