|
---|
জলপাইগুড়ি: রাতের অন্ধকারে রেলের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি টাউন স্টেশনে। চুরি গেছে স্টেশনে দাঁড়িয়ে থাকা কৃষান রেলের যন্ত্রাংশ। মঙ্গলবার জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে আগরতলায় আলু নিয়ে যাওয়ার কথা ছিল সদ্য চালু হওয়া কৃষান রেলের। রেলের যন্ত্রাংশ চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করলো রেল আরপিএফ। উদ্ধার হয়েছে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান স্টেশনে দাঁড়িয়ে থাকা কৃষান রেলের বেশ কিছু বগির তার কাটা। বিষয়টি নজরে আসতেই তারা নজরে আনেন আরপিএফ এবং জলপাইগুড়ি স্টেশন মাস্টারের৷ খবর পাওয়া মাত্র ঘটনার তদন্তে নামে আরপিএফ কর্মীরা। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তারা শুভঙ্কর রায় নামে স্থানীয়
এক যুবককে গ্রেফতার করে৷ শুভঙ্করকে জিজ্ঞেসাবাদ করার পাশাপাশি এই ঘটনায় আর যারা যুক্ত আছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে রেল পুলিশ৷ নেশার সামগ্রী কেনার জন্যই এমন কান্ড ঘটিয়েছে বলে জেরার মুখে জানিয়েছে ধৃত যুবক। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু রেলের চুরি যাওয়া যন্ত্রাংশ।
কৃষান রেল মঙ্গলবার আগরতলা যাওয়ার কথা রয়েছে। ট্রেনটি বাতিল হলে ব্যাপক ক্ষতির মুখে পরবে কৃষক থেকে এখানকার ব্যবসায়ীরা। নষ্ট হয়ে যেতে পারে কাঁচামাল। যুদ্ধকালীন তৎপরতায় কৃষান রেলের বগি গুলোকে সারিয়ে তোলার কাজ শুরু হয়েছে রেলের তরফে। স্টেশন চত্বরে এমন ঘটনা ঘটায় স্টেশনের নিরাপত্তার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। স্টেশন স্টেশন সংলগ্ন এলাকার নিরাপত্তার দাবীতে আজ জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন জেলার ব্যবসায়ীমহল। এদিকে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকেও স্টেশন লাগোয়া এলাকায় নেশার কারবার বন্ধ করতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী করা হয়েছে।