তিউনিশিয়াকে ১-০ গোলে হারালো অস্ট্রেলিয়া

নিজস্ব সংবাদদাতা:  আজ ছিল অস্ট্রেলিয়া বনাম তিউনিসিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ।এই ম্যাচ উভয় দলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।ম্যাচ শুরু হবার পরে থেকেই উভয় দল গুছিয়ে খেলা শুরু করে। তবে ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোল পায় অস্ট্রেলিয়া, প্রথম অর্ধে খেলার ফলাফল থাকে অস্ট্রেলিয়া ১ তিউনিসিয়া ০ ।

     

     

    দ্বিতীয় অর্ধের শুরু থেকে তিউনিশিয়া আক্রমণের জাঁঝ বাড়ায়। তবে অস্ট্রেলিয়া ডিফেন্স শক্তিশালী থাকার কারণে গোল করতে পারেনি তিউনেসিয়া। ম্যাচ এর ফলাফল অস্ট্রেলিয়া ১ তিউনিশিয়া ০। এই ম্যাচ জিতে রাউন্ড অফ সিক্সটিন-এর যাওয়ার আশা বজায় রাখলো অস্ট্রেলিয়া।