হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা : ২৭ আগষ্ট, রবিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভারত, বাংলাদেশ,নেপাল, ভুটান থেকে প্রায় আটশোর মতো ক্যারাটের প্রতিযোগিরা এই প্রতিযোগিতার কাতা ও কুমিতে বিভাগে অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড সতোকান ক্যারাটে অ্যাকাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে ও ক্যারাটে ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সহযোগিতায় (ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনুমোদিত) এই ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিধায়িকা নন্দিতা চৌধুরী, মুখ্য পেট্রন অয়ন ব্যানার্জী, পেট্রন রিঙ্টু মজুমদার, সিহান এইচ.এম.এন.সি রানা, সিহান সুবীর বাগচী, সেনসি রানা মন্ডল,সিহান মহম্মদ ইলিয়াস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সিহান এইচ.এম.এন. সি রানা জানান তাদের পনেরো জন মতো প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকেই ভালো ক্যারাটের প্রদর্শন করে প্রথম, দ্বিতীয় হয়েছেন। তারা এখানে এসে খেলায় অংশগ্রহণ করে খুবই আপ্লুত ও গর্বিত। আয়োজক সিহান সুবীর বাগচী জানান তারা হাওড়ায় এই ধরনের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় আয়োজন করতে পেরে খুবই গর্বিত। আগামীদিনে আরো বৃহৎ আকারে তারা এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করবেন। সেনসি রানা মন্ডল জানান তাদের হুগলীর ছেলে মেয়েরা কাতা ও কুমিতেতে ভালোই খেলেছে। এই ক্যারাটে প্রতিযোগিতায় মহিলা প্রতিযোগিদের অংশগ্রহণ ছিলো নজর কাড়ার মতো। বাংলাদেশের সিহান মহম্মদ ইলিয়াস জানান তাদের বাংলাদেশের প্রতিযোগিরা এই খেলায় যোগদান করে খুবই গর্বিত। উওরবঙ্গের ছেলে মেয়েরা এই ক্যারাটের প্রতিযোগিতার সবার নজর কেড়েছে।