|
---|
সেখ সামসুদ্দিন, ২৯ আগস্টঃ জামালপুরে আবুইঝাটি সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস। নমিনেশন জমা দেবার শেষ দিন ছিল ২৯ আগস্ট। কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দল নমিনেশন জমা দেয়নি। তাই স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেসই বোর্ড গঠন করবে। আজকে এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি তরুণ, আবুইঝাটি ২ অঞ্চলের প্রধান সহ অন্যান্য সদস্যবৃন্দ। ৯ জন মনোয়ন জমা দেওয়া প্রার্থী কে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব।