অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ডায়মন্ড হারবার শিবালয় মাঠে নির্বাচনী জনসভায় আবারও বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান করেন ১০০টি পরিবার।

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী দল প্রত্যেকে নিজের দলের হয়ে প্রচার করতে ব্যাস্ত। আগামী মে মাসের প্রথমে শেষ দফা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচন কে সামনে রেখে ডায়মন্ড হারবার শিবালায় মাঠে গ্রীস্মের দাবদহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা তৃনমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এইদিন বিকালে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী জনসংযোগ সভা করলেন। পাশাপাশি এই সভায় বিরোধী দল থেকে আসা প্রায় ১০০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ,জেলা পরিষদের সদস্যা ও জেলার তৃনমূলের মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস এছাড়াও সভায় উপস্তিত ছিলেন ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী,২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার, পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস সহ অন্যান্য নেতৃত্ব প্রমুখ। বিরোধী দল থেকে আসা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তারা বলেন মুখ্যমন্ত্রীর উন্ননয়নের শামিল হতে এবং ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের হয়ে কাজ করার জন্য আজ তৃণমূলে যোগদান বলে জানান তারা। ঐ নির্বাচনী প্রচার ও সভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন বিধায়ক পান্নালাল হালদার। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও সভায়। লোকসভা নির্বাচনের প্রচার ও জনসংযোগ সভা দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শাসক ও বিরোধীদল একে অপরকেএক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ। তার আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের পূর্ব নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকার বাসিন্দাদের আগামী মে মাসের প্রথমে শেষ দফায় লোকসভা নির্বাচনের দিন দলের প্রতীকি জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ। পাশাপাশি যে কোনো সুবিধা অসুবিধার সম্মুখীন হলে সকল কর্মীদের জন্য হেল্পলাইন নাম্বার ৯৭৩৮০৯৭৩৮০ চালু করেন।