|
---|
সেখ সামসুদ্দিন, ৪ মেঃ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে জামালপুরের বেরুগ্রাম অঞ্চলে মিছিল করা হয় আজ। মিছিলটি করা হয় কেষ্টপুর থেকে কনকপুর পর্যন্ত। মিছিলে দুই থেকে আড়াই হাজার কর্মী সমর্থক পা মেলান। এলাকার কর্মী সমর্থকদের উৎসাহিত করতে মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বেরুগ্রাম অঞ্চল সভাপতি তথা লড়াকু নেতা সাহাবুদ্দিন মন্ডল ওরফে দানি, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, প্রধান হাসনারা বেগম সহ অন্যান্যরা। মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করা হয়। মিছিলে উপস্থিত মহিলারা লক্ষ্মী ভান্ডারের জয়ধ্বনি দেন।