সিরাত সম্পাদকের ছেলে মাধ্যমিকে নজরকাড়া সাফল্য।

নিজস্ব সংবাদদাতা : বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় মহঃ সামিম খান, সে বরাবরই ছোট থেকে পিতার মতো মেধাবী ছাত্র। পিতা আবু সিদ্দিক খান, সেও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আলিম ও ফাজিলে সেরা দশের তালিকায় ছিলো, বর্তমানে শিক্ষাকতার পাশাপাশি সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক হিসেবে সমাজিক নানাবিধ গঠনমূলক কাজ করছে, পাশাপাশি কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর পদে থেকে শিক্ষার অগ্রগতির জন্য ব্রতী নিয়ে এগিয়ে চলেছে। ছেলের রেজাল্ট হাতে পেয়ে মা, শরিফা খানও যারপরনাই খুশি। সামিম খানের পরিবার, স্কুলের প্রধান শিক্ষক সেখ আলি আহসান সাহেব সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও গৃহ শিক্ষকদের সশ্রদ্ধ সালাম, প্রণাম জানায় ও কৃতজ্ঞতা স্বীকার করে।

    সামিম খান , বাংলা বিষয়ে ৮১, ইংরেজিতে ৮১, অঙ্কে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯১, জীবন বিজ্ঞানে-১০০, ইতিহাসে ৯৫, ভূগোলে ১০০ মোট -৬৪৬ পেয়ে পরিবার তথা স্কুলের মুখ উজ্জ্বল করে। সামিম খান এর ইচ্ছা সায়েন্সের পাশাপাশি নিট কোচিং নিয়ে পড়াশোনা করবে। ভবিষ্যতে ডাক্তার হয়ে পরিবার ও নিজ গ্রামসহ সমাজের নানা স্তরের আর্ত নিপিড়ীত অসহায় মানুষের জন্য সুচিকিৎসা প্রদান করা।
    আবু সিদ্দিক খান বলেন, আমার পুত্র ধারাবাহিকভাবে ৭-৮ ঘন্টা পড়াশোনা করতো, নিরিবিলি পরিবেশে পড়ালেখা করতে বরাবরই পছন্দ করতো। ওর এই সাফল্যের পিছনে পিতার থেকে মায়ের অবদান বেশি আছে। এছাড়া স্কুল কতৃপক্ষ ও গৃহ শিক্ষকদের অবদান তো আছেই। সর্বপরি মহান সৃষ্টি কর্তার রহম, কৃপা ছাড়া কিছু হয় না। আল্লাহর ফয়সালা বড় ফায়সালা। তবে পরিশ্রম কোনদিন বিফলে যায় না।