দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র নিন্দা ও নিহতদের জন্য দোয়া ফুরফুরা দরবার শরীফে

দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র নিন্দা ও নিহতদের জন্য দোয়া ফুরফুরা দরবার শরীফে

    নতুন গতি, ফুরফুরা: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র নিন্দা জানান এবং দাঙ্গায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
    ভারতের রাজধানী দিল্লিতে কিভাবে পুলিশের সামনে দাঙ্গাকারীরা হত্যালীলা চালাতে পারে সেই বিষয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করলো ?
    কার মদতে এবং কার ইশারায় সেই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষী অফিসারদের শাস্তি দিতে হবে। এছাড়াও তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর উচিৎ ছিল পথে নেমে মানুষের পাশে দাঁড়ানো এবং অশান্তি দমন করা কিন্তু তিনি সদর্থক ভূমিকা করেন নি।
    তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ করেন, দাঙ্গায় ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সার্বিকভাবে সহযোগিতা করার এবং দিল্লিতে যে সমস্ত বাঙালি কর্মসূত্রে এবং পড়াশেনা ও ব্যবসায়িক সূত্রে বসবাস করছেন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা।
    সর্বশেষে সমগ্র দিল্লি বাসীর জন্য দোওয়া করেন ও তাঁদের সকলের নিকট শান্তির বার্তা দেন এবং তিনি দাঙ্গাকারীদের তীব্র ভাষায় ধিক্কার জানান এবং বলেন এরা কোন ধর্মের নয় এদের একটাই ধর্ম সেটা হল সন্ত্রাস সৃষ্টি করে মানবতাকে ধ্বংস করা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রীকে রাজধর্ম পালনের অনুরোধ করেন।