রাতে,ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী, মৃত্যু হয়েছে গবাদি পশুর। এলাকার পরিদর্শনে বিধায়ক!

রায়দিঘী:নুরউদ্দিন:গতকাল রাতে ঝড়ের তাণ্ডব, তাতেই মথুরাপুর দু’নম্বর ব্লকের মহব্বত নগর এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা,, এখনো পর্যন্ত জানা গিয়েছে দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে,একাধিক বসত বাড়ি গোয়ালঘর ভেঙে পড়েছে। এলাকায় পরিদর্শনে গিয়েছেন রায়দিঘীর বিধায়ক ডাক্তার অলক জলদাতা। মহব্বত নগর এলাকার বাসিন্দা সাদেকআলী খানের বসতবাড়ি ভেঙে তছনছ, অন্যদিকে নজরুল খানের গোয়াল ঘর ভেঙে পড়ে গবাদি পশুর মৃত্যু হয়। তবে বৃহস্পতিবার দিন সকাল 11 টা নাগাদ রায়দিঘীর বিধায়ক এলাকার পরিদর্শনে গিয়ে যানান,

    এটা একটা বীভৎস পরিস্থিতি গতকাল রাতে কয়েক মিনিটের ঝড়ে ক্ষতি হয়েছে নন্দকুমারপুর অঞ্চলে মহব্বত নগর এলাকায়, ক্ষতির মুখে পড়েছেন একাধিক গ্রামবাসীরা, মাটির ঘর ভেঙ্গে মাটির সাথে মিশে গিয়েছে, যারা সরকারি ঘর পেয়েছিল তাদের এসবেস্টারের ছাউনি উড়ে গিয়েছে, এবং গোয়ালঘর চাপা পড়ে দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে, রাস্তার ধারে থাকা গাছপালা ভেঙে পড়েছে, তবে এই মুহূর্তে এমসিসি লাগু আছে, বিধায়ক হিসাবে যেটা কর্তব্য, বিধায়কের সাথে স্থানীয় নেতৃত্বরা পৌঁছে গিয়েছেন এলাকায়, বিষয়টি বিডিও সাহেবকে জানানো হয়েছে, তবে এই মাটির ঘরগুলি যদি পাকা ঘরে পরিণত হতো ক্ষতির মুখে পড়তে হতো না এলাকাবাসীদের। বলবো, কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে, ১১ লক্ষ ৩৬ হাজার ঘর আটকে রেখেছে, তবে আমরা এলাকার মানুষ হিসাবে এলাকাবাসীদের পাশে আমরা সব সময় আছি। প্রশাসনকে জানানো হয়েছে এবং ইলেকট্রিকের পোস্ট যেগুলো ভাঙা পড়েছে স্টেশন ম্যানেজ কে বলার পরে তারা খতিয়ে দেখছেন। যাতে দ্রুততার সাথে এলাকার মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে।