ধলহারা সার্বজনীন দুর্গোৎসব উদ্বোধনে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

সেখ মহম্মদ ইমরান : বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে সবথেকে বড় পুজো দুর্গাপূজা। এই আরাধনা অশুভ শক্তির বিনাশের জন্য। মহালয়ার পর থেকেই পুজোর দিন গোনা শুরু হয়ে যায়। তবে রীতিনীতি মেনে দেবীর পুজো শুরু হয় ষষ্ঠীর দিন সকাল থেকেই। আর সেই শুভক্ষণ, চলতি বছরের দুর্গোৎসবের সূচনা।মহা ষষ্ঠীর বিকেলে কেশপুর থানার ১৩ নং অঞ্চলের ধলহারা সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা করলেন পশ্চিম মেদিনীপুরে জেলা শাসক আয়েশা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুর থানার ওসি অঞ্জনী কুমার তেওয়ারী, জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী, পূজা কমিটির সম্পাদক তপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ অনিরুদ্র চক্রবর্তী ও সদস্যবৃন্দ।
৭৪তম বর্ষে পদার্পণ করলো ধলহারা সার্বজনীন দুর্গোৎসব । এ বছর পুজোর বাজেট প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান পুজো কমিটির সভাপতি যুগল চন্দ্র অধিকারী। জানা গেছে, ধলহারা অষ্টগ্রামীন মিলে এই দুর্গা পূজো হয়।